Starting with Locally-led
আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে নগর আবাদ রিওেট প্রকল্পে অংশ নিচ্ছে। রিওেট একটি এগ্রইকলজি-ভিত্তিক উদ্যোগ যা কড়াইল লেকে প্রাকৃতিক উপায়ে প্রাণ ফিরিয়ে আনতে কাজ করবে!
এই উদ্যোগ স্থানীয় জনগণের কৃষিচর্চা কেন্দ্র করে হবে, যা একদিকে জীবিকা নির্বাহে সহায়তা করবে এবং অন্যদিকে শহরের বন্যা ও তাপপ্রবাহ মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে।
সবার জন্য টেকসই ভবিষ্যৎ গড়তে আমরা একসঙ্গে কাজ করছি! আমাদের সাথে থাকুন আপডেটের জন্য!
#এগ্রোইকোলজি #জলাভূমি #মানবিকশহর #নগরআবাদ #ReWET